নাটোর
ভিজিএফ এর তালিকা নিয়ে বিরোধে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁ ইউপি চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাংচুরের অভিযোগ করা হয়েছে।ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল অভিযোগ করেন,ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১০ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণের জন্য তার ইউনিয়নের ২হাজার ২৪৯ জন দুঃস্থ মানুষের তালিকা তৈরী করা হয়।আগামি ১৫ জুন তালিকা অনুযায়ী চাল বিতরণ করার কথা রয়েছে।কিন্তু দুপুরে হঠাৎ করে স্থানীয় কিছু ব্যক্তি ইউনিয়ন পরিষদে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারির নাম ব্যবহার করে বরাদ্দের ৫০ শতাংশ দাবি করে।চেয়ারম্যান তা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা এলোপাথারি তাকে মারপিট ও তার দপ্তরে ভাংচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা চলে যায়।এদিকে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালকে মারপিট ও কার্যালয় ভাংচুরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ উপকার ভোগীরা। দুপুর ১টা থেকে ক্ষুদ্ধ জনতা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে।দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা। শুরু হয় যান চলাচল।