নাটোর প্রতিনিধি: নাটোরের বনপাড়া পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার খতিব, ইমাম, মোয়াজ্জিন, ঈদগাহ মাঠ ও হেফজখানায় ঈদ সালামী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন সংশ্লিষ্টদের হাতে ওই সালামীর নগদ টাকা তুলে দেন।
নির্বাহী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ইমাম কল্যান সমিতির সভাপতি অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, কাউন্সিলর ঈমান আলী, শরিফুন্নেসা শিরিন প্রমূখ। হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পৌরসভার পক্ষ থেকে ১৭ জন খতিব, ৪৯ জন ইমাম প্রতিজনকে ১৫০০ টাকা, ৪৪ জন মোয়াজ্জিনকে ১০০০ টাকা, ৯টি হেফজখানায় ২০০০ টাকা করে, ২৭টি ঈদগাহ মায়দানকে ৩০০০ এবং বনপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মায়দানকে ২০০০০ টাকা প্রদান করা হয়েছে।**