নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক ইউপি চেয়ারম্যান, একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. আইনুল হকের ২১তম শাহাদৎ বার্ষিকী কাল। ২০০২ সালের ২৯ মার্চ উপজেলার বনপাড়ায় বিএনপি নেতা-কর্মীদের প্রকাশ্য হামলায় নির্মমভাবে শহীদ হন তিনি।
এ উপলক্ষে বুধবার শহীদের পরিবার, উপজেলা আওয়ামীলীগ, বনপাড়া ও বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন এবং ডা. আইনুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাচ ধারণ এবং দিনব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. আইনুল হকের জ্যেষ্ঠ পুত্র বনপাড়া পৌর সভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত হবার অনুরোধ করেছেন।**