নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইউএনও মারিয়াম খাতুন।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুররাজ্জাকও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকগণ।
ইউএনও মারিয়াম খাতুন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির ওপরে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণসহ কর্মসহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে।
দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণির) পরিবার পুনর্বাসনের লক্ষে ২০১৯ সাল থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। উপজেলায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৩.৯০ একর খাস জমি উদ্ধার করে প্রতিটি পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর; সাথে বিদ্যুৎ সংযোগসহ পানির ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার ১৬০টি, দ্বিতীয় পর্যায়ে ১৬৬টি, ৩য় পর্যায়ের ১০৯টি, চতুর্থ পর্যায়ে ১৮০ টি পরিবার এই সুবিধা পেয়েছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ব্যারাকে ৩০টিসহ উপজেলায় ৬৪৫টি ভূমিহীন পরিবারের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।**